পদোন্নতি পাওয়া ১১ অতিরিক্ত ডিআইজিকে পদায়ন

লেখক:
প্রকাশ: ৪ years ago

বাংলাদেশ পুলিশের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার আবদুল মালেককে ঢাকার পুলিশ ব্যুরো ইনভেটিগেশনে (পিবিআই), ডিএমপির যুগ্ম কমিশনার আবদুর রাজ্জাককে ঢাকার আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), ময়মনসিংহ ডিআইজি রেঞ্জের কার্যালয়ে ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে (সারদায়), ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মো. আবিদ হোসেনকে ময়মনসিংহের ডিআইজি রেঞ্জের কার্যালয়ে, সদ্য পদোন্নাতি পাওয়া মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জের কার্যালয়ে পদায়ন করা হয়।

এছাড়াও সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির যুগ্ম কমিশনার, মো. আনিসুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশার, বিপ্লব বিজয় তালুকদারকে সিলেট ডিআইজি রেঞ্জের কার্যালয়ে, মোহাম্মাদ হারুন-অর-রশীদকে ডিএমপির যুগ্ম কমিশনার, মো. মনিরুজ্জামানকে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং মো. রফিকুল ইসলামকে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।