পত্রিকা বিক্রীর শেষ সম্বলটুকু (দোকান) হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন হকার সিদ্দীকুর রহমান মুসুল্লী। প্রায় দিনই অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন অসহায় শারীরিকভাবে অসুস্থ পত্রিকার হকার সিদ্দীকুর রহমান মুসুল্লী।
বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে অভ্যন্তরে সিদ্দীকুর রহমান এর পত্রিকা বিক্রীর একটি ছোট দোকান ছিল। শারীরিক অসুস্থতার কারনে তিনি হেঁটে হেঁটে পত্রিকা বিক্রী করতে না পেরে বাসস্ট্যান্ডে অবস্থিত ছোট দোকানটিতে বসেই পত্রিকা বিক্রী করে সংসার চালাতেন।
কিন্তু গত জুলাই মাসে বরিশাল সিটি কর্পোরেশন রুপাতলী বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালায়। এসময় অসহায় সিদ্দীকুর রহমান মুসল্লীর পত্রিকা বিক্রীর ছোট দোকানটিও ভেঙ্গে ফেলে।
অসহায় সিদ্দীকুর রহমান মুসুল্লী কান্না জড়িত কণ্ঠে বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ রুপাতলী বাসস্ট্যান্ডে পত্রিকা বিক্রী করে সংসার চালাতাম। আর যা আয় হতো তা দিয়েই কষ্টে কোনরকমে পরিবারের সদস্যদের ভরনপোষন করতাম।
আমার ৪ ছেলে-মেয়ে। এদের মধ্যে এক ছেলে বাকপ্রতিবন্ধী। এখন আমি প্রতিবন্ধী ছেলেসহ ৬ সদস্যের পরিবারের ভরনপোষন করতে পারছি না। খুবই কষ্টে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। আমি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার সাহায্য ও সুদৃষ্টি কামনা করছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com