পতাকা অবমাননা: ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ

লেখক:
প্রকাশ: ৪ years ago

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা বিকৃতি করে অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তাজহাট থানার ওসিকে আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২০ ডিসেম্বর) রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ আদেশ দেন। এর আগে তাজহাট থানার ওসি আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার অনুমোদনের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আখতারুজ্জামান।

এদিকে, জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান কমিটির সদস্য মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম।

অপরদিকে, বেরোবির ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন অনুপস্থিতি এবং মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে অবমাননার প্রতিবাদে শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অধ্যাপক মশিয়ার রহমান প্রমুখ।