পটুয়াখালী লকডাউনে পুলিশের কার্যক্রমে সাধারন মানুষ খুশি,পুলিশ সুপার

লেখক:
প্রকাশ: ৩ years ago

মোঃনাসির উদ্দিন(জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃ লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পটুয়াখালী পুলিশ
করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন সরকার। লডডাউন বাস্তবায়নের লক্ষ্যে ১৪ এপ্রিল বুধবার সকাল থেকে পুলিশ তৎপর। শহরের বিভিন্ন সড়ক এ অবস্থান নিয়ে কঠোর ভাবে মনিটরিং করেন। পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম লকডাউন কার্যক্রম তদারকি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান খান, সদর থানা ওসি আক্তার মোর্শেদ, ওসি তদন্ত হুমায়ুন কবির, ওসি এ্যাকশন মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
হটাৎ করে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় আবারও দেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার আর এটা বাস্তবায়নের কঠোর অবস্থানে আছেন পটুয়াখালী জেলা পুলিশ। বাকী দিনগুলো এভাবেই মনিটরিং করে লকডাউন বাস্তবায়ন করা হবে এমনটাই বললেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম।