পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন সাত শিক্ষার্থী। ২০১৮ সালের ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬৩ জন শিক্ষার্থী এ পুরষ্কার পাচ্ছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শম্পা রানী, কৃষি অনুষদের হাবিবা জান্নাত মীম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মো. আতিকুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের মো. আল ইমরান, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শ্রাবণী সরকার এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শারমিন আক্তার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ২০১৮ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছেন তাদের নামের তালিকা ইউজিসি কার্যালয়ে পাঠানো হয়। পরে এই সাতজনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করে ইউজিসি কর্তৃপক্ষ।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের হাতে কবে এ পদক তুলে দেওয়া হবে এমন কোন নির্দিষ্ট তারিখ ইউজিসির পক্ষ থেকে এখনও জানানো হয়নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com