#

বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (১৩-০২-২০) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

পরে একাডেমিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাস ও দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে টিএসসি ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন