প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০১৯, ৭:২৭ অপরাহ্ণ
পটুয়াখালী-বরগুনায় ১৩ দিন থাকবে না বিদ্যুৎ

বরিশাল-পটুয়াখালী এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধি কাজের জন্য পটুয়খালী ও বরগুনার কিছু এলাকায় ১৩ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাাহ বন্দ্ধ থাকবে। আগামী ১৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- পটুয়াখালী জেলার
সব উপজেলা এবং বরগুনার আমতলী,
তালতলী, বেতাগী উপজেলা।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে
পটুয়াখালী ওয়েস্ট জোন পাওয়ার
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
(ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ
বিভাগের সহকারী প্রকৌশলী মাইন
উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তবে ভোলা থেকে আংশিক লাইন সচল
থাকলেও লোডশেডিং হবে।
কাজ চলাকালীন অবস্থায় শহরের কিছু
অংশে থাকবে, অন্য অংশে থাকবে না।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে
গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চলু
করা হবে বলেও জানান মাইন উদ্দিন।
এদিকে, গ্রাহকদের সাময়িক অসুবিধার
জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী
বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ
করেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com