পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাগফিড পাওয়ার সরবরাহ এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য দ্বিতীয় সার্কিট লাইন চালুর মধ্য দিয়ে ডাবল সার্কিট লাইন চালু হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালী পায়রা ২৩০ কেভিএ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আকিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১৩ জুলাই পটুয়াখালী গ্রিড উপ-কেন্দ্র থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ৪৫ দশমিক ৫৫ কিলোমিটার ২৩০ কেভিএ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প কাজ শেষে পরীক্ষামূলকভাবে অপরটি চালু করা হয়।
পটুয়াখালী পায়রা ২৩০ কেভিএ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আকিদুল ইসলাম বলেন, ডাবল সার্কিট লাইন চালু হওয়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দ্রুত সময়ের মধ্যে চালু ও উৎপাদনে যেতে পারবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com