পটুয়াখালীর দুমকিতে ডিভোর্স দেওয়ায় স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছে পাষণ্ড স্বামী জলিল।
রোববার সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দুমকি থানার ওসি মো. আবদুস সালাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মান্নাফের মেয়ে ইতি বেগমকে (২৬) পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছেন জলিল। জলিল ঘটনার দিন বিকালে গাড়িযোগে দুমকির পাগলার মোড়ে আসেন।
সন্ধ্যা নেমে এলে জলিল একটি দোকান থেকে দুই লিটার পেট্রল কিনে রাত ৯টার দিকে শ্বশুরের ঘরের পেছনে অবস্থান নেন। রাত গভীর হলে কৌশলে ঘরে ঢুকে ইতির শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন।
ঘরের লোকজন টের পেলে জলিল পালিয়ে পায়ে হেঁটে পাগলার মোড়ে আসেন। পাগলা থেকে রাত আড়াইটার দিকে একটি মাহেন্দ্রয় বরিশাল পৌঁছান।
বরিশাল থেকে শনিবার সকালে কুষ্টিয়ায় নিজ গ্রামে চলে যান। তবে জলিলের ভাষ্যমতে, তিনি প্রাণে মারার জন্য ইতির শরীরে পেট্রল ঢালেননি। তিনি শুধু ভয় দেখাতে চেয়েছিলেন।
এ ঘটনায় শনিবার রাতে ইতির বাবা মান্নান খান বাদী হয়ে দুমকি থানায় জলিলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। রোববার জলিলকে জেলহাজতে পাঠানো হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com