পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ কেজি বন্য শুকরের মাংসসহ চান মং (২২) নামে এক রাখাইন যুবককে আটক করেছে নিজামপুর কোস্টগার্ড। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে নিজামপুর খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত চান মং তালতলী উপজেলার সওদাগর পাড়ার থান তে মংয়ের ছেলে।
কোস্টগার্ড জানায়, চান মং রাখাইন তালতলী থেকে পলিথিনে মোড়ানো ৮০ কেজি বন্য শুকরের মাংস বিক্রির উদ্দেশ্যে কুয়াকাটা রাখাইন পাড়ায় নিয়ে যাচ্ছিল। এ সময় নিজামপুরের খেয়া পারাপারে সময় টহলরত কোস্টগার্ডের সদস্যরা তাকে আটক করে। পরে তারা চান মং কে মহিপুর বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। আর উদ্ধারকৃত মাংস কোস্টগার্ড স্টেশনের পাশে মাটিতে পুতে ফেলা হয়।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানান, বন্য শুকর নিধন বেআইনি। চান মং নামের ওই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণি নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
কোস্টগার্ড ভোলা জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জন জানান, কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com