পটুয়াখালীতে ১৪০ মণ জাটকা জব্দ

লেখক:
প্রকাশ: ৭ years ago

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ১৪০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে শহরের লাউকাঠী ব্রিজের টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার জাটকা পরিবহনের দায়ে ট্রাকচালক সন্তু দাস (৩০) ও কামাল উদ্দিনকে (১৮) ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমাণ আদালত।

 এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, র্যাবের উপ-অধিনায়ক মো. ছুরত আলমসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে জব্দ জাটকাগুলো শহরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।