পটুয়াখালীর দশমিনায় এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রস্তুতি হিসেবে প্রায় ১ হাজার ৩৯১ শিক্ষার্থীর অগ্রিম পরীক্ষা নেওয়া হয়েছে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক এই পরীক্ষার আয়োজন করেন।
সরকারি কোনো নির্দেশনা না থাকলেও নিজ উদ্যোগে দুই বিষয়ে ১০০ মার্কের ৩ ঘণ্টাব্যাপি পরীক্ষার আয়োজন করেন ইউএনও। ভিন্ন ভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী অংশ নেয়।
ইউএনও জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়া, সিলেবাস সংক্ষিপ্ত ও দশমিনার শিক্ষার্থীরা পড়াশুনা বিমুখ হয়ে পড়ায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
সেই সঙ্গে তাদের জন্য প্রাক-প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। সরকারি কোনো নির্দেশনা না থাকলেও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিজ উদ্যোগে এ আয়োজন করেন তিনি।
ইংরেজি ও গণিত বিষয়ে ৩ ঘণ্টাব্যাপী ১ হাজার ৭০০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্য থাকলেও ১ হাজার ৩৯১ জনের পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা কিন্তু আগে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের দিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৪টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অনেক উপকার হবে। দেশের বিভিন্ন জায়গায় এক সময় এমন ব্যবস্থার চালু হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com