পটুয়াখালীতে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৪ years ago

পটুয়াখালীর বাউফল থেকে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি সদস্য মিজানুর রহমানকে(৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার দুপুরে উপজেলার বগা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বগা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড বর্তমান সদস্য তিনি।

 

এজাহার সুত্রে জানা যায়, গত ০৩/০৫/২০২০ইং তারিখ সকালে জমিতে মুগডাল রোপনকে কেন্দ্র করে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান মৃধা ও তার লোকজন প্রতিবেশি নুরুল ইসলামের স্ত্রী ও বোনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তারা মারাত্মক আহত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। এ সংক্রান্তে নুরুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় ইউপি মেম্বারসহ সাত জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন এবং অভিযুক্তদের গ্রেফতারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন।

 

র‌্যাব-৮ পটুয়াখালী কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল বাউফল উপজেলার বগা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি ইউপি মেম্বার  মিজানুর রহমান মৃধাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।