পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে সানিয়া আক্তার আহত হয়েছেন।
রোববার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঝড়ে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। নিহত শাহিন মৃত খবির হাওলাদারের ছেলে।
নিহত শাহিনের খালা চান ভানু বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় ঘরে সানিয়া (১৭) ছিল। ঝড়ে সানিয়া ঘরের মধ্যে চাপা পড়ে। সবাই যখন তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তখন নদীর পাড়ে শাহিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। টিন উড়ে তার গলায় পড়েছিল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে দুজন আহত হলে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com