পটুয়াখালীতে স্ত্রীর উপর অত্যাচারের বিচার চেয়ে স্বামীর বিরুদ্ধে জিডি করেছে পাঁচ মাস বয়সী শিশু সন্তানের মাতা ফাহিমা আক্তার।
জিডি সূত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ঠেংগাই গ্রামের হাবিবুর রহমান তালুকদারের কন্যা ফাহিমা আক্তার ও পটুয়াখালী পৌরসভার মাদবর বাড়ির হানিফ মাতব্বরের মোফাজ্জেল হোসেন (সম্পর্কে মামাতো ভাই বোন) এর সাথে কলমা এবং পরবর্তীতে রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ফাহিম মুনাঈম (৫মাস) জন্ম গ্রহন করে। বিবাহের পর থেকে স্বামী মোফাজ্জেল হোসেন বিভিন্ন সময় যৌতুকের জন্য স্ত্রী ফাহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।
পরে অত্যাচার সহ্য করতে না পেরে ফাহিমা আক্তার নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেয়ার জন্য শুক্রবার(২০ আগস্ট) বিকেলে সদর থানায় জিডি করেন।
এদিকে স্থাণীয়রা জানিয়েছেন, ফাহিমা আক্তার ও মোফাজ্জেল হোসেন সম্পর্কে মামাতো ভাই বোন। বিয়ের পর থেকেই মোফাজ্জেল তার স্ত্রীর উপর অত্যাচার করত। শিশু সন্তান নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে তারা জানিয়েছেন।
স্বামীর বিরুদ্ধে স্ত্রী ফাহিমা কর্তৃক জিডি নিশ্চিত করেছেন ওসি আখতার মোর্শেদ। এ ব্যাপারে জিডির তদন্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, তাদের বিবাহ রেজিস্ট্রার হয়েছে। অত্যাচারের বিচার চেয়ে জিডি করেছেন ফাহিমা। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।