পটুয়াখালীতে সুমনের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

জুবিলীয়ান ১৩ ব্যাচের শিক্ষার্থী রায়হান ইসলাম সুমনের অকাল মৃত্যুতে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন পটুয়াখালী জুবিলি উচ্চ বিদ্যালয়ের ২০১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা। মিলাদ মাহফিলে সুমনের বন্ধুবান্ধব ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। গতকাল জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সুমনের রুহের মাগফিরাত কামনায় উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

উল্লেখ্য, রায়হান ইসলাম সুমন ঢাকায় থাকতো। গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করাতো। কিছুদিন ধরে কিডনি ও লিভারের সমস্যায় ভুগে গত ১৫ ফেব্রুয়ারি ভোররাতে মারা যায়। ঐদিন যোহর বাদ জানাজা শেষে সুমনকে ঢাকায় দাফন করা হয়েছে।

 

সুমনের বন্ধু সুলতান জাহিদ বিশ্বাস বলেন, সুমনের মৃত্যুর পর এটা প্রমাণিত হলো যে, আমরা জুবিলীয়ানরা একটি বৃহৎ একান্নবর্তী পরিবার এবং সকল জুবিলীয়ান বন্ধুরা শুধুমাত্র একে অন্যের বন্ধুই নই বরং একজন আরেকজন এর ভাই।