পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে শহরের শান্তিবাগ এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হঠাৎ বালির মাঠ সংলগ্ন ১টি বসতঘরে তারা আগুন দেখতে পায়।
মুহুর্তে ৩টি বসতঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা চেষ্টার পর পটুয়াখালী ফায়ার সার্ভিস অফিসে আগুনের খবর জানালে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিগারেটের আগুন থেকে উক্ত অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, ভোর ৫ টায় শহরের শান্তিবাগ বালুর মাঠ এলাকায় আগুন লাগে। আড়াই ঘন্টার চেষ্টার পরে বসত ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ২টি বসত বাড়ি পুড়ে ছাই হয় ও একটি বাসার আংশিক ক্ষতি হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com