পটুয়াখালীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় অর্থদন্ড

লেখক:
প্রকাশ: ৪ years ago

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য ও হোম কোয়ারেন্টাইন না মানায় চার জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

পটুয়াখালী জেলাকে লকডাইন ঘোষনা করায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২০ এপ্রিল সোমবার সকালে পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, মোটরসাইকেল নিয়ে অযথা ঘুরাঘুরি করা,

 

হোম কোয়ারেন্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ইত্যাদির অপরাধে মোটর সাইকেল চালক মোঃ জয়নাল আবেদীকে ১০০ টাকা, কাপড়ের দোকানদার মোঃ নাছির উদ্দিনকে ২০০ টাকা, অপর কাপড়ের দোকানদার মোঃ তোফাজ্জেল হোসেনকে ২০০০ টাকা, কসমেটিকস্ এর দোকানদার মোঃ বাইতুল ইসলামকে ২০০০ টাকা সহ সর্বমোট ৪৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

বাংলাদেশ দন্ড বিধি আইনের ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড দন্ড প্রদান করা হয়েছে।

 

এ ব্যাপারে র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু ব্যক্তি এবং দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।