পটুয়াখালীতে ১৮ সড়কে জেব্রা ক্রসিং তৈরির কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ জেব্রা ক্রসিং তৈরির কাজ করা হয়।
পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান, প্রাথমিক পর্যায়ে পটুয়াখালী জেলার ১৮ স্থানকে চিহ্নিত করা হয়েছে। এ সকল স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং নির্মাণ করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে জেব্রা ক্রসিং তৈরি কাজ সম্পন্ন হবে।
বরিশাল রেঞ্জ ডিআইজি মো. সফিকুল ইসলাম জানান, বাইরের দেশে গিয়ে ট্রাফিক আইন মানলেও নিজ দেশে তা মানি না। অথচ নিরাপদ সড়কের জন্য সবার আগে নিজেকেই ট্রাফিক আইন মানতে হবে। ট্রাফিক আইন মানলে সড়কে মৃত্যুর হার কমে যাবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com