পটুয়াখালীতে দুইশ মণ জাটকা ইলিশসহ ১২ জনকে আটক করেছে র্যাব। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গলাচিপা উপজেলার পানপট্টি বাজার এলাকা থেকে র্যাব-৮ এর সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. জুবায়ের (২৮), মো. রোকন উদ্দিন (৪৪), মো. রাইছুল (১৯), দুধা হাওলাদার (৩৫), মো. সোহাগ (২৯), মো. মেজবাহ উদ্দিন (৩০), মো. মাহবুব ফরাজি (৩০), মো. জসিম খান (৩৫), মো. বাহাদুর প্যাদা (৩২), আ. খালেক মোল্লা (৪৫), মো. আলি আজগর (৩৭) এবং মো. আবুল বাশার (৩৫)।
র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বরিশালটাইমসকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার পানপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইশ মণ জাটকাসহ ১২ মাছ ব্যবসায়ীকেকে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীনের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক ৭ (দিনের) বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া জব্দকৃত জাটকা ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com