পটুয়াখালীতে রাতের আধারে হামলা,আহত মা-ছেলে-পুত্রবধু ও নাতনী।

:
: ৩ years ago

মোঃনাসির উদ্দিন (জুয়েল)পটুয়াখালী প্রতিনিধি:: পূর্ব শত্রুতার জের ধরে পটুয়াখালী, দুমকির পশ্চিম আংগারিয়ায় আইয়ুব আলী মোল্লা(৫৫) স্ত্রী, কাজল রেখা (৪৮) তাদের ৪-সন্তান , মোঃ রায়হান মোল্লা(২৩), মোঃ ইমরান মোল্লা (২৬), মোঃ তরিকুল ইসলাম সুমন মোল্লা (৩১), মোঃ মামুন মোল্লা(৩৪)’র নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র, দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সজ্জিত হয়ে ১৬ মার্চ-২১ইং রাত ৯ টার দিকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হয় মাহিনুর বেগম ৪০,খাদিজা আক্তার ২২,স্কুল পড়ুয়া গোলাম রাব্বানি পাশা-১৪ ও ২ বছরের শিশু তানহা মিম।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে,তিন-জনকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেয়, গুরুতর আহত মাহিনুর বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
জানা গেছে আহত মাহিনুর বেগমের অবস্থা আশংঙ্কাজনক,তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
জানা গেছে আহত মাহিনুর বেগমের অবস্থা আশংঙ্কাজনক,তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
অভিযুক্ত’দের একাধিকবার ফোন দিয়েও বক্তব্য পাওয়া যায়নি, এই বিষয়ে দুমকি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।