পটুয়াখালীতে মাথা ন্যাড়া করে আলকাতরা দেওয়ার ঘটনায় মামলা

:
: ২ years ago

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশে দুই তরুণের মাথা ন্যাড়া করে আলকাতরা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী এক তরুণ (১৮) বাদী হয়ে মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আবু সায়েম গাজী, স্থানীয় বাসিন্দা মো. হাদি হাওলাদার এবং মো. হজরত হাওলাদার। তাদের সবার বাড়ি চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর আগস্তি গ্রামে।

মামলার বাদী জানান, তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা এখন সমাজে মুখ দেখাতে পারছেন না। এ কারণে তিনি আদালতে মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাইসুল ইসলাম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রহমানের আদালতে মামলাটি হয়েছে।

আদালত পিবিআইকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

গত মঙ্গলবার (৭ জুন) চরবিশ্বাস ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যান দুই তরুণ। সেখানে দুপুরের খাবারের পর স্থানীয় এক কিশোরীর সঙ্গে কথা বলেন তারা।

এ অপরাধে স্থানীয় ইউপি সদস্যসহ ওই কিশোরীর ভাই এবং কয়েকজন সালিশ ডেকে তাদের মাথা ন্যাড়া করে আলকাতরা দেন। পরে বৃহস্পতিবার এ ঘটনায় মামলা করলেন ভুক্তভোগী এক তরুণ।