পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান ব্যবসায়ীকে জরিমানা

:
: ২ years ago

পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স বিকাশ রাইস। এক সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটি কেজিতে চালের দাম বাড়িয়েছে ছয় টাকা। সপ্তাহের শুরুতে ২৫ কেজির বস্তা তারা ১৩০০ টাকায় বিক্রি করলেও ধাপে ধাপে ১৩৫০ টাকা, ১৪০০ টাকা এবং রোববার (২১ আগস্ট) বিক্রি করছিল ১৪৫০ টাকায়। দোকানের ক্যাশ মেমোতে ধরা পড়ে মূল্যবৃদ্ধির বিষয়টি।

দোকানটির মালিক গত সপ্তাহে ১২৪০ টাকা দরে ২৫ কেজির ৮০০ বস্তা চাল কিনে রাখেন। পরে ধাপে ধাপে দাম বাড়িয়ে বিক্রি করছিলেন। রোববার (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

মেসার্স বিকাশ রাইসের স্বত্বাধিকারী শ্রী বিমল চন্দ্র মাঝি বলেন, ‘আমার ভুল হয়েছে। কম দামে কিনলেও মোকামের সঙ্গে যোগাযোগ করে বেশি দামে চাল বিক্রি করেছি, যা ঠিক হয়নি। আগামীতে যেমন দামে চাল কিনবো তেমন দামেই বিক্রি করবো।

পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চাল, মাছ, মাংস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে অধিক মাুনাফা করছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।