পটুয়াখালীতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবাকে জরিমানা

:
: ২ years ago

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৭) বিয়ে দেওয়ার অপরাধে তার বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান উজ্জামান অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন।

 

প্রসাশন সূত্রে জানা যায়,উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নরে শ্রীনগর গ্রামের এক কিশোরীর সঙ্গে একই গ্রামের এক ছেলের বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন।

সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) রায়হান উজ্জামান ওই কিশোরীর বাড়িতে অভিযান চালান।

এসময় বরযাত্রী ও কাজী উপস্থিত না থাকায় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বরের বাড়িতে যেতে দেবেন না এবং বরকে কনের বাড়িতে আসা-যাওয়া করতে দেবেন না মর্মে মুচলেকা নেন। অভিযানের সময় মির্জাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা প্রদান করেন।