পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

লেখক:
প্রকাশ: ২ years ago

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা বারোটায় পৌর শহরের লঞ্চঘাট থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিডিএস মাঠে বঙ্গবন্ধুর মুড়ালের সামনে এসে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ভিপি মান্নান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়সহ ছাত্রলীগের নেতাকর্মিরা।

এর আগে তারা সকালে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকালে জাতীয় ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাসহ জেলার সকল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।