পটুয়াখালী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যা-ডাকাতিসহ ৩০ মামলার আসামি চান মিয়া ওরফে চানু ডাকাত পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় সদর থানার চার পুলিশ সদস্য আহত হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বল্লভপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত চান মিয়ার বিরুদ্ধে পটুয়াখালীর বিভিন্ন থানা ও বরগুনা জেলার আমতলী থানায় হত্যা ডাকাতিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার দশ বছরের কারাদণ্ড হয়েছে।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কোরবানী ঈদ উপলক্ষে পুলিশের টহল অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি নেয়ার প্রস্তুতিকালে পুলিশ চান মিয়াকে ধাওয়া করে। এ সময় চান মিয়া প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে চান মিয়া আহত হলে সদর হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান-রামদা উদ্ধার করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com