ডিলিং লাইসেন্স না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ‘হয়রানির’ প্রতিবাদে পটুয়াখালী পৌর শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।
বুধবার বিকালে শহরের সদর রোডের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছার অভিযান চালিয়ে লাজ ফার্মাকে ১৫ হাজার টাকা ও পটুয়াখালী ফার্মেসিকে ১০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানি ও জেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক রাহাতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে অভিযোগ এনে শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক সমিতি।
তবে রাতে জেলা প্রশাসন জেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেছে বলে জানা গেছে।
জেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী শাহিন বলেন, ডিলিং লাইসেন্স সম্পর্কে আমার জানা নেই। পূর্বেও আমাদের জানানো হয়নি। আমাদের না জানিয়ে হুট করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ক্ষুদ্ধ হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।
তবে রাতে জেলা প্রশাসন ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে জরুরি আলোচনায় বসেছে বলেও জানান তিনি। তবে বিকাল ৬টা থেকে এ রিপোর্ট লেখার সময় রাত ৯টা পর্যন্ত ধর্মঘট কার্যকর ছিল।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছার বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।
এদিকে হঠাৎ করে ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন হাসপাতাল, ক্লিনিক ও বাসা বাড়তে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com