পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কৃষি সমৃদ্ধি সমাবেশ

:
: ২ years ago

পটুয়খালী প্রতিনিধিঃ “কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” এই প্রতিপাদ্য বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের নিমিত্তে জেলা প্রশাসন
ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে পটুয়াখালীতে “কৃষি সমৃদ্ধি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জন আরা মুক্তার সঞ্চালনায় “কৃষি সমৃদ্ধি সমাবেশে” প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন
উল আহসান।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুযাখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম। এছাড়াও কী-নোট প্রেজেন্টেশন করেন পটুয়াখালী কৃষি
বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ঙঋজউ) ড. মোঃ শহীদুল ইসলাম খান।

পটুয়াখালী জেলার অনাবাদী জমি এবং করণীয় বিষয় উপস্পনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সমাবেশে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেন, প্রধানমন্ত্রীর অনুশাষন “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” এই অনুশাসন যথাযথ বাস্তবায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।