পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদর থানাধীন মরিচবুনিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইউসুফ হাওলাদারকে(৫২) গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব-৮। রবিবার বিকেলে খাসেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা মামলার এজাহার ভুক্ত উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২১/০৪/২০২০ তারিখ সকালে পটুয়াখালী সদর থানাধীন মরিচ বুনিয়া এলাকায় গ্রেফতারকৃত ইউসুফ হাওলাদারসহ ১০/১২ জন লোক একই এলাকার হাসান, অলি, মিঠু আকন ও নাসিরকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনা সংক্রান্তে ভিকটিম পরিবার গত ২৬/০৪/২০২০ তারিখ পটুয়াখালী সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ ২৬/৪/২০২০ ধারা ১৪৩,৩৪১,৩২৩,৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৪৮, ৪৬১, ৩৮০, ৪২৭, ৫০৬ পিসি) এবং আসামীদের গ্রেফতারে র্যাবের সহায়তা কামনা করেন।
এ ব্যাপারে পটুয়াখালী র্যাব-৮ কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক উক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে পটুয়াখালীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।