আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পৃথক দুটি মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারসহ ১৬ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আল আমিন হাওলাদার বলেন, দ্রুত বিচার আইনে ছোট বিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. শহীদ গাজী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।
মামলায় আলতাফ হোসেন হাওলাদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। দুটি মামলায় অভিযুক্ত আসামিরা হাইর্কোট থেকে আগাম জামিন নিয়েছিলেন।
সোমবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, দ্রুত বিচার আইনের মামলায় (১৬০/২১) ১৬ জনকে আসামি করা হয়েছে এবং এদের মধ্যে ১৪ জনকে অপর একটি মামলায় আসামি করা হয় যার মামলা নম্বর (১৩৯/২১)।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মিজানুর রহমান (১২), সিনিয়র আইনজীবী আবুল কাসেম, অ্যাড. এনামুল হক। ১৩৯ নম্বর মামলার বাদীপক্ষের আইনি কৌঁসুলি উজ্জ্বল বসু ও ১৬০ নম্বর মামলার সৈয়দ মো. মহসীন, অতিরিক্ত আইনজীবী মো. আল আমিন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com