পটুয়াখালীতে তিন গুন করোনা সংক্রমন বৃদ্ধি

লেখক:
প্রকাশ: ৩ years ago

তিন দিনের ব্যবধানে পটুয়াখালী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তিন গুণের বেশি। এ মাসের শেষের সপ্তাহে ২২ জনের করোনা শনাক্ত হলেও আজ শনাক্ত হয়েছে ১০৭ জনের।

বহিরাগতরা জেলায় প্রবেশ করায় এবং লোকজনের উদাসীনতার কারনে এই অবস্থা হয়েছে বলে অনেকের অভিমত।

পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। অপর দিকে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত ৩ দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের।

এতে করোনা সংক্রমণ অতি দ্রæত বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। জেলা স্বাস্থ্য অফিস থেকে আরও জানানো হয়েছে, জেলায় মোট মৃত্যু ৭৪ জন।

পজিটিভ রোগীদের মধ্যে পটুয়াখালী সদরে ১৩ জন, কলাপাড়া ২২জন, মির্জাগঞ্জ ১৪জন, দুমকি ০১ জন, দশমিনা ১৮ জন, গলাচিপা ৭ জন ও বাউফল ৩২ জন।