স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে জুতা পায়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলার এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। অবশ্য পরে ওই নিরাপত্তাকর্মী এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পটুয়াখালীর দুমকি উপজেলা কমপ্লেক্স চত্বরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় ওই ঘটনা ঘটে।
পরে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তার মুহূর্তেই ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে ওই নিরাপত্তাকর্মী বলেন, আমি একেবারেই বুঝতে পারিনি। এমন কাজ আর হবে না। আমি দুঃখিত।
এ বিষয়ে ইউএনও শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, অনুষ্ঠান শুরুর আগে মাইকে সবাইকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনলাম।
উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার বলেন, এটি হওয়ার কথা নয়। তবে কেউ জুতা নিয়ে বেদিতে উঠলে তা অত্যন্ত দুঃখজনক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com