পটুয়াখালীতে ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৩ years ago

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে সাত মাসের শিশু সামিয়া। তাকে বাচাতে গিয়ে দগ্ধ হয়েছেন শিশুর মা চম্পা বেগম। সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে।

 

ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান, পশ্চিম চাপলী গ্রামের রাজমিস্ত্রি রমজান বাবুর স্ত্রী চম্পা বেগম ঘরে শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে যায়। এ সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশু সামিয়া দগ্ধ হয়ে মারা যায়। মেয়েকে উদ্ধারে মা এগিয়ে গেলে তিনিও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ খায়ের জানান, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, আগুনে পুড়ে শিশু মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার শিকার পরিবারকে সবধরনের সহায়তা দেওয়া হবে।