পটুয়াখালীতে নিখোঁজের পাঁচ দিন পর খাল থেকে একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শিশুটির নাম ফাহাদ হোসেন (৭)। ফাহাদ জৈনকাঠী কে.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র। মঙ্গলবার দুুুপুর ২ টায় টাউন জৈনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা জাফর হাওলাদার বলেন, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে ফাহাদ বাসা থেকে খেলা করতে বের হয়। এরপর ফাহাদ বাড়ী না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে শুক্রবার সদর থানায় সাধারণ ডায়েরি করে। আজ দুপুরে বাড়ির পাশের ছোট খালে ফাহাদের ভাসমান লাশ দেখতে পায় স্থাণীয়রা।
পটুয়াখালী সদর থানা থেকে বলা হয়েছে, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুর ২ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতােল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলেও জানান তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com