পটুয়াখালীতে উপ-খাদ্যপরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগে ব্লুটুথ ডিভাইসসহ এক পরীক্ষার্থীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষার হল এবং এর আশপাশ থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুমি আক্তার নামের এক পরীক্ষার্থীসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এর মধ্যে মাকসুদ, কাওছার, রাসেল নামের তিন যুবক রয়েছেন।
পটুয়াখালী জেলায় মোট ১৫টি কেন্দ্রে উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেন।