পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার দুমকিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পর দিন রোববার সকালে স্থানীয় লোকজন থানা ব্রিজ এলাকায় ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
স্থানীয়রা জানান, উপজেলার দুমকি বাজারে একটি পাগলা কুকুর হঠাৎ করে শিক্ষার্থীসহ ১০-১৫ জনকে কামড়ে আহত করে এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় ও বাড়িতে সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এতে এলাকায় পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামড়ানো রোগী আসছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com