মোঃনাসির উদ্দিন (জুয়েল): পটুয়াখালীতে নতুন করে ২১৬৫ জন বিদেশ ভ্রমণকারী ও প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন এ নেওয়া হয়েছে।এছাড়া ভাইরাস সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর'এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২২ মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, যে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদের যে স্থানে রাখা হয়েছে ওই বাড়িটি ইতিমধ্যে আইসোলেটেড করে রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২২ মার্চ পর্যন্ত জেলায় হোম কোয়ারাইন্টানে আছেন ২১৬৫ জন। এখন পর্যন্ত কোয়ারাইন্টান থেকে মুক্ত হয়েছে ৪০২ জন। এছাড়া পটুয়াখালী জেলায় তিন ধাপে গত তিনমাসে ৮৩৪৪ জন এসেছে এর মধ্যে ২৫৬৭ জনকে সনাক্ত করা হয়েছে। বাকীদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের উর্ধ্বগতি, মজুতদারির বিরুদ্ধে গত দুই দিনে ৪৭ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে মোট ৫ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে পটুয়াখালী জেলা দ্বিতীয় স্টেজে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রযয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, ১৮ সদস্য বিশিষ্ট একটি রেপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি স্বপ্ন ব্যানার্জি, কোষাধ্যক্ষ আবদুস সালাম আরিফ সহ সরকার দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com