পটুয়াখালীতে একটি প্রাইভেট ক্লিনিকে দুই ছেলে ও এক কন্যাসহ তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। প্রসূতি আসমা সদর উপজেলায় বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের বাসিন্দা ও প্রবাসী জাহিদ প্যাদার স্ত্রী।
সোমবার রাতে শহরের লাইফ কেয়ার ক্লিনিকে মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।
জানা গেছে, গত ১৮ জুন আসমা অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী শহরের লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। র্দীঘ ২২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গত ০৯ জুলাই রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে আসমার সিজারিয়ান অপারেশন হয় এবং একই সঙ্গে দুই ছেলেসন্তান ও এক কন্যাসন্তানের জন্ম দেন।
বর্তমানে দুই ছেলে নবজাতক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের শিশু বিশেষজ্ঞ ডা. সিদ্ধার্থ শংকরের চিকিৎসায় রয়েছে। বাকি কন্যাসন্তান মায়ের সঙ্গে লাইফ কেয়ারে রয়েছে।
এ ব্যাপারে ডা. সিদ্ধার্থ শংকর জানান, দুই নবজাতক বর্তমানের আশঙ্কামুক্ত। বিশেষ কেয়ারে তাদের সুস্থ করে তোলা হয়েছে। আশা করি দ্রুত তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com