পটুয়াখালী ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বায়জিদ ওরফে ইমন (২৭) নামে সাবেক সেনা সদস্যকে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
পটুয়াখালী টাউন কালিকাপুর আব্দুল হাই বিদ্যানিকেতন এলাকা থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পলিথিনে মোড়ানো ২১ পিচ ইয়াবাসহ ঐ সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মুল্য ৬৩০০/-।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) এর সারনি ১০-(ক) ধারায় মামলা রুজু করে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
পটুয়াখালী ডিবি অফিস থেকে জানানো হয়েছে, বায়েজিদ ওরফে ইমন মরিচবুনিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ছিলেন।
পরে সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখান থেকে চাকুরি ছেড়ে বর্তমানে ছাত্রলীগে যোগদান করে। সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com