পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই

লেখক:
প্রকাশ: ২ years ago

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া মারা গেছেন।

 

শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেঝ ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুজ্জামান মনি।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালের সপ্তম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।