পটুয়াখালীর মির্জাগঞ্জে এক চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক চুরির খবর পাওয়া গেছে। ইজিবাইক চালকের নাম মোতালেব আকন (৪০)। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরের ঘাটে ওই মোতালেব আকন চালককে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে সিদ্দিকী হাওলাদার নামের আরেক অটোচালক তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগী মোতালেব আকন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মেরজে আলী আকনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মোতালেব আকন গত এক মাস আগে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ইজিবাইকটি ক্রয় করেন। সেটি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার দুপুরে তাকে অজ্ঞান করে অটো নিয়ে যাওয়ার খবর পেয়ে পরিবারের স্বজনরা ছুটে আসেন।
অটোরিকশাচালক সিদ্দিক হাওলাদার জানায়, দু’জন রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে আসলে দুজন লোক এসে তাকে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর ঘাটে একটি লোক অচেতন অবস্থায় শুয়ে আছে। সেখানে গিয়ে সে তাকে চিনতে পেরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) প্রেরণ করে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।