পটুয়াখালীতে বিয়ে বাড়ির খাবারে সালাদ না দেয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

পটুয়াখালী ॥ পটুয়াখালীর বাউফলে বিয়ে বাড়ির খাবারে সালাদ না দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ৩ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় কনের আত্মীয় স্বজন এবং বরের আত্মীয়স্বজনসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বাউফল স্বাস্থ্য কমেপ্লেক্স ও বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে বাউফলের কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। বগা পুলিশ ফারির এসআই মোঃ সোহেল এমন তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুম্ভখালী গ্রামের মোঃ নিজাম এর ছেলে মেহেদীর সাথে ঝিলনা গ্রামের বকু ফকিরের মেয়ে সুখির পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার ছেলে পক্ষ মেয়ে বাড়ির অনুষ্ঠানে আসে এবং খাবারে সালাদ না দেয়ায় মেয়ে পক্ষের সাথে তর্কবিতর্ক হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার তছনছ করে। এসময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

এব্যাপারে বরের বড় ভাই এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে বগা পুলিশ ফারির এসআই মোঃ সোহেল বলেন, মঙ্গলবার বিকেলে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। হাসপাতালে উভয়পক্ষের লোক ভর্তি রয়েছে।