পটুয়াখালীতে প্রেমিকার ব্যক্তিগত ছবি ফেসবুকে দিয়ে কারাদণ্ডের রায় পেলেন যুবক

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

প্রেমিকার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে মানহানিকর তথ্য ও ছবি প্রচারের অভিযোগে এক যুবককে তিন ধারায় মোট আট বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক সোমবার এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে চার মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ২৮ বছর বয়সী তাহসিন মিরাজ মৃধা পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পলাতক আছেন।

আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন মামলার বরাতে জানান, পটুয়াখালীর বাজার খোলা এলাকার এক তরুণীর সঙ্গে তাহসিনের ফেসবুকে পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় তরুণীর ফেসবুকের পাসওয়ার্ড নেন প্রেমিক যুবক। পরে তরুণীকে অনৈতিক প্রস্তাব দেন তাহসিন। এতে রাজি না হলে তরুণীর ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।

এ ঘটনায় ২০২০ সালের ৫ আগষ্ট ওই তরুণীর দাদা পটুয়াখালী থানায় মামলা করেন। থানার এসআই রুনা লায়লা মামলার তদন্ত করে ২০২১ সালের ১১ জানুয়ারী চার্জশিট জমা দেন।