পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও গরিব রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারির আয়োজন করেছে পটুয়াখালীবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের বিত্তবানদের সহযোগিতায় ‘ইফতার খানা’ নামে এই আয়োজনটি চলবে রমজান মাসজুড়ে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টায় পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন ঝাউবন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আগত পথচারী ও গরিব মানুষদের নিয়ে ইফতারির আয়োজন করেন। এই ইফতার খানায় যে কেউ চাইলেই ইফতার দিয়ে অসহায় রোজাদারদের পাশে দাঁড়াতে পারবে।
সরেজমিনে দেখা যায়, ছোলা বুট, মুড়ি, পিয়াজু, আলুর চপ, জুস, পানি, কলা, খেজুর, জিলাপি দিয়ে ৫০ জন রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। রাস্তা দিয়ে যাওয়া অসহায় পথচারী ও রিকশাচালক, অটোরিকশাচালকরা তাদের গাড়ি থামিয়ে বিনামূল্যে এই ইফতার আয়োজন উপভোগ করছেন। বিত্তবানদের সহযোগিতা পেলে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।
ইফতার আয়োজনে অংশ নেওয়া রিকশাচালক নজরুল ইসলাম বলেন, এখান থেকে যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে ইফতার সাজিয়ে তারা বসে আছে। আমাদেরকে ইফতার করার জন্য ডাকছে। আমি রিকশা পাশে রেখে ইফতার করতে বসলাম। আমাদের খুব ভালো লেগেছে এই আয়োজন দেখে।
দিনমজুর ইব্রাহিম বলেন, হোটেল থেকে কিনে ইফতার খেতে হলে আমার কমপক্ষে ৫০ থেকে ৬০ টাকা খরচ হতো কিন্তু এখানে ইফতার করতে পেরে আমার সেই টাকা খরচ হয়নি। আলহামদুলিল্লাহ যাদের সহযোগিতায় ইফতার করতে পেরেছি আল্লাহ তাদের দান কবুল করুক। পুরো রমজান মাসজুড়ে এই ইফতার কার্যক্রম চলমান থাকলে আমাদের মতো মানুষদের অনেক উপকার হবে।
পটুয়াখালীবাসী সংগঠনের সদস্য বাতেন হাওলাদার বলেন, বিত্তবানদের সহযোগিতা নিয়ে আমরা এই রমজান মাসে ইফতার খানার আয়োজন করেছি। এখানে দিনমজুর, রিকশাচালক, অটোরিকশাচালক, পথচারী ও ছিন্নমূল মানুষেরা ইফতার করছেন। তাদের ইফতার করাতে পেরে আমাদের খুব ভালো লাগছে। সবার সহযোগিতা পেলে রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষেরা অনেক কষ্টে দিন পার হচ্ছে। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে তাদের কথা চিন্তা করে আমরা ইফতার খানার আয়োজন করেছি। এখানে যে কেউ চাইলেই নিজ ইচ্ছায় ইফতার করতে পারবেন। আবার যারা গরিব, নিম্নআয়ের মানুষদের ইফতার করাতে চান তারা আমাদের এই ইফতার খানায় ইফতার দিয়ে সহযোগিতা করতে পারবেন।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক মানবিক কাজ করে। বিশেষ করে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে তারা যে আয়োজন করেছে সেটা খুবই প্রশংসনীয়। আমি তাদের এই ভালো কাজকে স্বাগত জানাই। ইফতার শেষে সবাই যেন একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা করেছি। এছাড়াও আমিও ব্যক্তিগতভাবে ইফতার খানায় ইফতার দেব।
পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন রমজানের আগে থেকেই রমজানের বাজার নামে নিম্নআয়ের মানুষদের মাঝে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রয় করছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com