পটুয়াখালীতে নানা আয়োজনে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

“যুবদের জন্য সবুজ দক্ষতা,পৃথিবীর টেকসই উন্নয়নের জন্য ” এই প্রতিপাদ্য এবং “দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা,সনদপত্র ও গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত করণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

১২ আগষ্ট শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুব ভবন মিলনায়তনে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামীম খান এর সঞ্চালনে এবং উপ-পরিচালক ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ আবদুল্লাহ সাদীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর,কামরুল হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আদর্শ মহিলা সংস্থার পরিচালক আফরোজা আকবর, মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নাসিমা সিকদার, প্রশিক্ষত যুবক জুবায়ের হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এর পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং যুব ভবনে প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

এছাড়া বিভিন্ন ট্রেডে প্রশিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।