পছন্দের সিংহ পেলেন হিরো আলম

লেখক:
প্রকাশ: ৬ years ago

আইনি লড়াই করে প্রার্থিতা ফিরে পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

হিরো আলম সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করার আবেদন করলে ওই প্রতীকের দাবিদার আর কেউ না থাকায় তাকে সিংহ প্রতীকই দেওয়া হয়।

অপরদিকে জেলার একমাত্র নারী প্রার্থী ফেরদৌস আরা খান পেয়েছেন ডাব প্রতীক। শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহম্মদ তাদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই তারা পোস্টার ছেপেছেন।

এ দু’জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে এবং ফেরদৌস আরা খান বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে তারা এক শতাংশ ভোটারের স্বাক্ষর করা সমর্থন ফরমও জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইকালে হিরো আলমের ৩ এবং ফেরদৌস আরা খানকে সমর্থন দেওয়া ২ ভোটারের স্বাক্ষর সঠিক নয় মর্মে অভিযোগে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরে তারা পৃথকভাবে উচ্চ আদালতের আশ্রয় নেন। বুধবার আদালত হিরো আলম ও ফেরদৌস আরা খানের মনোনয়নপত্র গ্রহণ করে তাদের প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এই আদেশের কপিসহ পরের দিন বৃহস্পতিবার তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেন।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুব আলম শাহ বলেন, আদালতের আদেশের কপি যাচাই-বাছাই করতে সেটি ইসিতে পাঠানো হয়। ইসি থেকে নির্দেশনা পেয়ে শনিবার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।