বার বার আক্রমণ করেও অস্ট্রেলিয়ার জালে গোল দিতে পারছিল না ফ্রান্স। প্রথমার্ধেই প্রায় দশটার কাছাকাছি আক্রমণ তুলেছে ফ্রান্স। কিন্তু গোল করতে পারেনি। শুরুর পাঁচ মিনিটেই দ্য ব্লুসরা তিনটি আক্রমণ করে। বার বার গোল করতে ব্যর্থ ফ্রান্স ৫৮ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায়।
বক্সের মধ্যে গ্রিজম্যানকে ফাউল করেন অস্ট্রেলিয়া ডিফেন্ডার। রেফারি প্রথমে ফাউলের বাঁশি দেননি। কিন্তু ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে করা গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি দেশমের দলের। গোল করার মাত্র চার মিনিট বাদেই অস্ট্রেলিয়াকে গোল উপহার দেন ফ্রান্স ডিফেন্ডার উমতিতি।
বক্সের মধ্যে ফ্রি কিক থেকে সকারুদের বাড়ানো বল হেড দেওয়ার জন্য লাফিয়ে ওঠেন এই বার্সেলোনা তারকা। কিন্তু মাথা না ছুঁইয়ে হাত ছুঁইয়ে বসেন তিনি। সেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপরও আক্রমণ চালিয়ে যায় ফ্রান্স। কিন্তু গোল না পেয়ে গ্রিজম্যানের বদলে মাঠে নামান জিরুদকে। এছাড়া ডেম্বেলেকে তুলে নিয়ে নাবিল ফেকিরকে মাঠে নামান ফ্রান্স কোচ দেশম।
ম্যাচের ৮০ মিনিটের মাথায় বদলি জিরুদের দারুণ এক পাস থেকে দুর্দান্ত গোল করেন পল পগবা। ম্যানইউতে সমালোচিত হওয়া পগবা দেখিয়ে দিলেন তিনি ফ্রান্স দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পগবার ওই গোলে শুরু থেকে হতাশ ফ্রান্স ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
তবে ম্যাচের শুরু থেকেই ছড়ি ছিল ফ্রান্সের হাতে। বল দখলে সকারুদের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। আক্রমণ শেনেছে অস্ট্রেলিয়ার থেকে দ্বিগুন। তবে গোল না পাওয়ার চিন্তায় ফ্রান্সের কোচ দেশমের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। ফ্রান্সের আক্রমণভাকে এমবাপ্পে-ডেম্বেলেদের মতো তারকা আছেন। কিন্তু তারা একটু বেশিই তরুণ। তাই গোল করা নিয়ে ফ্রান্স চিন্তায় থাকবে এমন গুঞ্জন আগে থেকেই ছিল। নিজেদের প্রথম ম্যাচে তায়ই দেখা গেল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com