একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন কয়েকজন। হঠাৎ একটি লোকের পকেটে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। ধোঁয়া উড়তে থাকে। রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে-আতঙ্কে আশপাশের লোকেরা নিজ নিজ আসন ছেড়ে দেন দৌড়। ভারতের মুম্বাইয়ের বানদুপ এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রেস্তোরাঁর একটি টেবিলে বসে দুই ব্যক্তি খাচ্ছিলেন। সে সময় বিস্ফোরণের পর এক ব্যক্তির মোবাইল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তিনি লাফিয়ে উঠে মোবাইলটি ছুড়ে ফেলে দেন। তাঁর বুক পকেটে ছিল মোবাইলটি। পকেটটি আগুনে পুড়ে যায়। আশপাশের লোকেরাও ভয়ে খাবার ছেড়ে দৌড় দেন। মোবাইল ফোন বিস্ফোরিত হওয়ার ঘটনায় ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। লোকটিকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
এ বছরের মার্চে ওডিশার খেরিয়াকানি জেলায় মোবাইল বিস্ফোরণের ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়। ওই তরুণী মোবাইলে পাওয়ার ব্যাংক লাগিয়ে তাঁর এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিস্ফোরণে ১৮ বছর বয়সী ওই তরুণীর হাত, বুক ও পা ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়াও হয়েছিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com