শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামে অভিযান চালিয়ে ২১৫ ক্যান বিদেশি বিয়ার ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। আটকদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। এছাড়া পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের মেছের আলী তালুকদারের ছেলে মোশারফ হোসেন তালুকদার (৪৫), তার স্ত্রী মাহমুদা বেগম (৩৬) ও বোন মুক্তা বেগম (৩৫) ।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নড়িয়া থানা পুলিশের একটি দল ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের মোশারফ হোসেন তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মোশারফ হোসেন তালুকদার, মাহমুদা বেগম ও মুক্তা বেগমকে আটক করা হয়। পরে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২১৫ ক্যান বিদেশি বিয়ার ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের তথ্যমতে একই গ্রামের আব্দুল মালেক শিকদারের বাড়ির পেছনের বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।