বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদ করছেন।
বুধবার ঈদুল আজহার সকালে ছেলে সাহেল বিন মাশরাফি ও ছোট ভাই মুরছালিন বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে তিনি নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টায় ওই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায় শেষে মাশরাফি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। প্রিয় তারকাকে কাছে পেয়ে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভক্তরা।
মাশরাফি ছাড়াও নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ মুসল্লিরা।
ঈদের নামাজ আদায় এবং আত্মীয়-স্বজন, বন্ধু ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মাশরাফি তার নানা বাড়ি শহরের আলাদাতপুরে যান।